মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বসার আদব অধ্যায়
হাদীস নং: ৩
বসার আদব অধ্যায়
পরিচ্ছেদ: রাস্তার হক আদায় করা ব্যতিত বসা নিষেধ
৩. বারা ইবনে 'আযিব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল (ﷺ) আনসারদের কোন এক সভার পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি বলেন, তোমরা যদি রাস্তায় বসতে বাধ্য হও, তাহলে রাস্তার হক আদায় করবে, সালামের জবাব দেবে এবং মাযলুমকে সাহায্য করবে।
كتاب المجالس وآدابها
باب النهي عن الجلوس في الطرقات إلا بحقها
عن البراء بن عازب قال مر رسول الله صلى الله عليه وسلم على مجلس من الأنصار فقال أن أبيتم الا ان تجلسوا فاهدوا السبيل (5) وردوا السلام واعينوا المظلوم