মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বসার আদব অধ্যায়
হাদীস নং: ৬
বসার আদব অধ্যায়
পরিচ্ছেদ: উত্তম মজলিস ও এর মন্দ বিষয় সম্পর্কে
৬. আবু ইয়াদ (রা) থেকে বর্ণিত। তিনি রাসূলের কোন এক সাথী থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ) সূর্যের আলো ছায়ার মধ্যবর্তী স্থানে বসতে নিষেধ করেছেন এবং বলেছেন, এটা শয়তানের বসার স্থান।
كتاب المجالس وآدابها
باب ما جاء في خير المجالس وشرها
عن أبي عياض عن رجل من أصحاب النبي صلى الله عليه وسلم أن النبي صلى الله عليه وسلم نهى أن يجلس بين الضح (6) والظل وقال مجلس الشيطان