মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

ভালবাসা ও বন্ধুত্ব অধ্যায়

হাদীস নং: ৪৭
ভালবাসা ও বন্ধুত্ব অধ্যায়
পরিচ্ছেদ। সাধারণভাবে রোগীর সেবা এবং এর মাহাত্ম্য প্রসঙ্গ ছওয়াবের প্রতি উৎসাহ প্রদান
৪৭. কা'ব ইবন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি কোন রোগীর সেবা-শুশ্রুষা করে, আল্লাহর রহমতের মধ্যে সে ডুবে থাকে। আর যখন সে তার নিকট বসে, তখন সে রহমতের মধ্যে অবস্থান করে। আল্লাহর ইচ্ছায় তোমরা ও রহমতের মধ্যে অবস্থান কর।
كتاب المحبة والصحبة
باب الترغيب في عيادة المريض مطلقا وثواب ذلك
عن كعب بن مالك قال قال رسول الله صلى الله عليه وسلم من عاد مريضا خاض في الرحمة فإذا جلس عنده استنقع فيها (2) وقد استنقعتم ان شاء الله في الرحمة
tahqiqতাহকীক:তাহকীক চলমান