মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
ভালবাসা ও বন্ধুত্ব অধ্যায়
হাদীস নং: ৪৬
ভালবাসা ও বন্ধুত্ব অধ্যায়
পরিচ্ছেদ। সাধারণভাবে রোগীর সেবা এবং এর মাহাত্ম্য প্রসঙ্গ ছওয়াবের প্রতি উৎসাহ প্রদান
৪৬. হারুন ইবন আবু দাউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমার পিতা বলেছেন, একদা আমি আনাস ইবনে মালিক (রা)-এর নিকট এসে বললাম, হে আবু হামযা। আমরা অনেক দূরে অবস্থান করি, তোমার নিকট ফিরে আসা আমাদের জন্য আশ্চর্য ব্যাপার। তার কথা শুনে হামযা মাথা উঠিয়ে বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি। যে ব্যক্তি কোন রোগীর সেবা করে, সে আল্লাহর রহমতের মধ্যে পরিবেষ্টিত থাকে। যখন সে রোগীর নিকট বসে, রহমত দ্বারা তাকে নিমজ্জিত রাখা হয়। তখন আমি বললাম, হে আল্লাহর রাসূল (ﷺ)। যে ব্যক্তি রোগীর সেবা করে, তার জন্য এটা প্রযোজ্য। তবে রোগীর প্রাপ্য কি? তিনি বললেন, তার গুনাহ হ্রাস করা হয়।
كتاب المحبة والصحبة
باب الترغيب في عيادة المريض مطلقا وثواب ذلك
عن هارون بن أبي داود حدثني أبي قال أتيت أنس بن مالك فقلت يا أبا حمزة ان المكان بعيد ونحن يعجبنا أن نعودك فرفع رأسه فقال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول أيما رجل يعود مريضا فإنما يخوض في الرحمة فإذا قعد عند المريض غمرته الرحمة قال فقلت يا رسول الله هذا الصحيح الذي يعود المريض فالمريض ماله؟ قال تحط عنه ذنوبه