মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
ভালবাসা ও বন্ধুত্ব অধ্যায়
হাদীস নং: ৪৫
ভালবাসা ও বন্ধুত্ব অধ্যায়
পরিচ্ছেদ। সাধারণভাবে রোগীর সেবা এবং এর মাহাত্ম্য প্রসঙ্গ ছওয়াবের প্রতি উৎসাহ প্রদান
৪৫. আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহ্ তা'আলা কিয়ামতের দিন বলবেন, হে আদম সন্তান। আমি অসুস্থ হয়েছিলাম, কিন্তু তুমি আমার খোঁজ খবর রাখনি। হে বনী আদম! আমি পিপাসার্ত হয়েছিলাম, কিন্তু তুমি আমাকে পানি পান করাওনি। বান্দা বলবে: হে আমার রব! তুমি কিভাবে রোগাক্রান্ত ছিলে? আল্লাহ্ বলবেন, যমীনে আমার বান্দাদের কোন বান্দা অসুস্থ ছিল, তুমি তার সেবা করোনি। তুমি যদি তার সেবা করতে, তাহলে আমার সেবা করা হতো। আর যমীনে আমার বান্দা পিপাসার্ত ছিল, তুমি তাকে পানি পান করাওনি। তুমি যদি তাকে পানি পান করাতে, তাহলে আমাকেই তা পান করানো হতো।
كتاب المحبة والصحبة
باب الترغيب في عيادة المريض مطلقا وثواب ذلك
عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم عن الله عز وجل انه قال مرضت فلم يعدني ابن آدم (4) وظمئت فلم يسقني ابن آدم فقلت اتمرض يا رب (5) قال يمرض العبد من عبادي ممن في الأرض فلا يعاد فلو عاده كان ما يعوده لي (6) ويظمأ في الأرض فلا يسقى فلو سقى كان ما سقاه لي