মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
ভালবাসা ও বন্ধুত্ব অধ্যায়
হাদীস নং: ৪৪
ভালবাসা ও বন্ধুত্ব অধ্যায়
পরিচ্ছেদ। সাধারণভাবে রোগীর সেবা এবং এর মাহাত্ম্য প্রসঙ্গ ছওয়াবের প্রতি উৎসাহ প্রদান
৪৪. 'আলী (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, যে ব্যক্তি কোন রোগীর সেবা-শুশ্রূষা করবে, সে জান্নাতের ফলমূলের মাঝে হাটতে থাকবে। আর যখন সে রোগীর পাশে বসবে, তখন সে আল্লাহর রহমতের মধ্যে অবস্থান করবে। আর যখন সে রোগীর কাছ থেকে বিদায় নেবে, তখন সত্তর হাজার ফেরেশতা তার জন্য নিযুক্ত থাকবে, তারা সেদিন তার জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করবে।
كتاب المحبة والصحبة
باب الترغيب في عيادة المريض مطلقا وثواب ذلك
عن علي رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال من عاد مريضا مشى في خراف الجنة فإذا جلس عنده استنقع (2) في الرحمة فإذا خرج من عنده وكل به سبعون ألف ملك يستغفرون له ذلك اليوم