মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

ভালবাসা ও বন্ধুত্ব অধ্যায়

হাদীস নং: ৪৩
ভালবাসা ও বন্ধুত্ব অধ্যায়
পরিচ্ছেদ। সাধারণভাবে রোগীর সেবা এবং এর মাহাত্ম্য প্রসঙ্গ ছওয়াবের প্রতি উৎসাহ প্রদান
৪৩. 'আলী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, যদি কোন মুসলমান ব্যক্তি তার রুগ্ন ভাইকে দেখতে যায়, তাহলে আল্লাহ্ তার জন্য এক হাজার ফেরেশতা প্রেরণ করেন, তারা দিনের যে কোন সময় থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত সেবা কালিন সময়ে তার জন্য দু'আ করতে থাকে এবং রাতের যে কোন সময় থেকে সকাল পর্যন্ত তেমনি দু'আ করতে থাকে।
كتاب المحبة والصحبة
باب الترغيب في عيادة المريض مطلقا وثواب ذلك
عن علي رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما من مسلم عاد أخاه إلا ابتعث الله له سبعين ألف ملك يصلون عليه من أي ساعات النهار كان حتى يمسي ومن أي ساعات الليل كان حتى يصبح
tahqiqতাহকীক:তাহকীক চলমান