মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
ভালবাসা ও বন্ধুত্ব অধ্যায়
হাদীস নং: ৪২
ভালবাসা ও বন্ধুত্ব অধ্যায়
পরিচ্ছেদ। সাধারণভাবে রোগীর সেবা এবং এর মাহাত্ম্য প্রসঙ্গ ছওয়াবের প্রতি উৎসাহ প্রদান
৪২. 'আবদুর রহমান ইবন আবু লাইলা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আবু মূসা (রা) হাসান ইবন 'আলী (রা) কে দেখতে আসেন তার অসুস্থ অবস্থায়! তখন 'আলী (রা) তাঁকে বলেন, আপনি কি রোগী দেখতে এসেছেন। না এমনি বেড়াতে এসেছেন? তিনি বললেন, না, রোগী দেখতে এসেছি। তখন 'আলী (রা) বলেন, আপনি যদি রোগী দেখতে এসে থাকেন তাহলে বলি, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি। কোন মুসলিম ব্যক্তি তার কোন রুগ্ন ভাইকে দেখতে গেলে যতক্ষণ সে সেখানে অবস্থান করে, ততক্ষণ সে জান্নাতের ফলমূল কুড়াতে থাকে। অবশেষে আল্লাহর রহমত দ্বারা তাকে বেষ্টিত করা হয়। সে যদি সকাল পর্যন্ত সেখানে অবস্থান করে, তাহলে সন্ধ্যাবেলা পর্যন্ত সত্তর হাজার ফিরিশ্তা তার জন্য দু'আ করতে থাকে। আর যদি সে সন্ধ্যাবেলা বেলা দেখতে যায়, তাহলে সকাল বেলা পর্যন্ত সত্তর হাজার ফেরেশতা তার জন্য দু'আ করতে থাকে,
(তাঁর দ্বিতীয় বর্ণনায়) 'আবদুল্লাহ ইবনে নাফে' (রা) থেকে বর্ণিত। আবু মুসা আশয়ারী (রা) হাসান ইবনে 'আলী (রা) কে তার অসুস্থ অবস্থায় দেখতে যান। তখন 'আলী (রা) তাঁকে বলেন, আপনি কি রোগী দেখতে এসেছেন, না এমনি যিয়ারত করতে এসেছেন? আবু মুসা (রা) বলেন, না, আমি রোগী দেখতে এসেছি। তখন 'আলী (রা) বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি। কোন ব্যক্তি যদি সকাল বেলা রোগী দেখতে যায়, তাহলে সত্তর হাজার ফেরেশতা তাকে অনুসরণ করে এবং সন্ধ্যা পর্যন্ত তার জন্য সকলে ক্ষমা প্রার্থনা করতে থাকে। আর তার জন্য জান্নাতে একটি ফলের বাগান তৈরী করা হয়। আর সে ব্যক্তি যদি সন্ধ্যা বেলা রোগী দেখতে যায়, তখন সত্তর হাজার ফিরিশতা তার জন্য সকাল পর্যন্ত ক্ষমা প্রার্থনা করতে থাকে। আর জান্নাতে তার জন্য একটি ফলের বাগান তৈরী করা হয়।
(তাঁর দ্বিতীয় বর্ণনায়) 'আবদুল্লাহ ইবনে নাফে' (রা) থেকে বর্ণিত। আবু মুসা আশয়ারী (রা) হাসান ইবনে 'আলী (রা) কে তার অসুস্থ অবস্থায় দেখতে যান। তখন 'আলী (রা) তাঁকে বলেন, আপনি কি রোগী দেখতে এসেছেন, না এমনি যিয়ারত করতে এসেছেন? আবু মুসা (রা) বলেন, না, আমি রোগী দেখতে এসেছি। তখন 'আলী (রা) বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি। কোন ব্যক্তি যদি সকাল বেলা রোগী দেখতে যায়, তাহলে সত্তর হাজার ফেরেশতা তাকে অনুসরণ করে এবং সন্ধ্যা পর্যন্ত তার জন্য সকলে ক্ষমা প্রার্থনা করতে থাকে। আর তার জন্য জান্নাতে একটি ফলের বাগান তৈরী করা হয়। আর সে ব্যক্তি যদি সন্ধ্যা বেলা রোগী দেখতে যায়, তখন সত্তর হাজার ফিরিশতা তার জন্য সকাল পর্যন্ত ক্ষমা প্রার্থনা করতে থাকে। আর জান্নাতে তার জন্য একটি ফলের বাগান তৈরী করা হয়।
كتاب المحبة والصحبة
باب الترغيب في عيادة المريض مطلقا وثواب ذلك
عن عبد الرحمن بن أبي ليلى قال جاء أبو موسى الى الحسن بن علي يعوده فقال له علي اعائدا جئت أم شامتا؟ (5) قال لا بل عائدا (6) قال فقال له ان كنت جئت عائدا فإني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إذا عاد الرجل أخاه المسلم مشى في خرافة (7) الجنة حتى يجلس فإذا جلس غمرته الرحمة فان كان غدوة صلى عليه سبعون الف ملك حتى يمسي وان كان مساءا صلى عليه سبعون الف ملك حتى يصبح (ومن طريق ثانية) (8) عن عبد الله بن نافع قال عاد أبو موسى الأشعري الحسن بن علي فقال له علي اعائدا جئت ام زائرا؟ فقال أبو موسى بل جئت عائدا فقال علي سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من عاد مريضا بكرا (9) شيعة سبعون الف ملك كلهم يستغفر له حتى يمسي وكان له خريف في الجنة (10) وان عاده مساءا شيعه سبعون الف ملك كلهم يستغفر له حتى يصبح وكان له خريف في الجنة