মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

ভালবাসা ও বন্ধুত্ব অধ্যায়

হাদীস নং: ৩৬
ভালবাসা ও বন্ধুত্ব অধ্যায়
পরিচ্ছেদ: আল্লাহ্ তা'আলার উদ্দেশ্য ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের অধিকার
৩৬. ইবন 'উমর (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, এক মুসলমান অন্য মুসলমানের ভাই। সে- না তার উপর যুলুম করতে পারে, না তাকে হেয় প্রতিপন্ন করতে পারে। পুনরায় তিনি বলেন, যার হাতে মুহাম্মদের প্রাণ, তার শপথ করে বলছি। তারা উভয় পরস্পর পরস্পর থেকে বিছিন্ন হবে না। যতক্ষণ না তাদের কেউ অপরাধে লিপ্ত হয়। তখন আল্লাহর উদ্দেশ্যই পরস্পর পরস্পর থেকে বিচ্ছিন্ন হবে। তিনি আরো বলেন, একজন মুসলমানের জন্য তার ভাইয়ের উপর ছয়টি অধিকার রয়েছে। যখন সে হাঁচি দেবে, তখন আলহামদুলিল্লাহ বলবে; যখন সে রোগাক্রান্ত হবে, তখন তার সেবা করবে, উপস্থিত ও অনুপস্থিতে (পরামর্শ চাইলে) উপদেশ দেবে। সাক্ষাতে সালাম দেবে, যখন তোমাকে দাওয়াত দেবে তা গ্রহণ করবে, মৃত্যুর পর তার জানাযার অনুসরণ করবে। আর তিনি তিন দিনের বেশী কোন মুসলমান ভাইকে পরিত্যাগ করতে নিষেধ করেছেন।
كتاب المحبة والصحبة
باب حقوق الصحبة والمؤاخاة في الله تعالى
عن ابن عمر ان النبي صلى الله عليه وسلم كان يقول المسلم أخو المسلم لا يظلمه ولا يخذله ويقول والذي نفس محمد بيده ما تواد اثنان ففرق بينهما إلا بذنب يحدثه أحدهما (6) وكان يقول للمرء المسلم على أخيه ست يشتمه إذا عطس ويعوده إذا مرض وينصحه إذا غاب ويشهده ويسلم عليه إذا لقيه ويجيبه إذا دعاه ويتبعه اذا مات ونهى عن هجرة المسلم أخاه فوق ثلاث
tahqiqতাহকীক:তাহকীক চলমান