মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
ভালবাসা ও বন্ধুত্ব অধ্যায়
হাদীস নং: ৩৫
ভালবাসা ও বন্ধুত্ব অধ্যায়
পরিচ্ছেদ। কোন ব্যক্তি কাউকে ভালোবাসলে তাকে অবহিত করা উচিত
৩৫. আবু যর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, তোমাদের কেউ যদি তোমার সাথীকে ভালোবাসে, তাহলে সে যেন তার বাড়ি যায় এবং তাকে অবহিত করে যে, আমি তোমাকে আল্লাহর উদ্দেশ্য ভালোবাসি, সে জন্য তোমার বাড়িতে এসেছি।
كتاب المحبة والصحبة
باب من أحب انسانا فليخبره
عن أبي ذر قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إذا أحب احدكم صاحبه فليأته في منزله فليخبره انه يحبه لله وقد جئتك في منزلك