মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

ভালবাসা ও বন্ধুত্ব অধ্যায়

হাদীস নং: ৩৭
ভালবাসা ও বন্ধুত্ব অধ্যায়
পরিচ্ছেদ: আল্লাহ্ তা'আলার উদ্দেশ্য ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের অধিকার
৩৭. হাসান (রা) থেকে বর্ণিত। তিনি বলেন সুলায়ত গোত্রের জনৈক ব্যক্তি আমার নিকট হাদীস বর্ণনা করেন। তিনি বলেন, একদা আমি নবী করিম (ﷺ)-এর নিকট আসলাম, তখন তিনি একদল লোকের সাথে কথা বলছিলেন। আমি তাকে বলতে শুনলাম; তিনি বলেন, এক মুসলমান অন্য মুসলমানের ভাই। সে তার উপর যুলুম করতে পারে না, হীন-জ্ঞান করতে পারে না, তাকওয়া এখানেই আছে। হাম্মাদ (রা) বলেন, একথা বলে তিনি হাত দিয়ে নিজের বক্ষস্থলের দিকে ইশারা করেন। দু'ব্যক্তি পরস্পর পরস্পরকে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে ভালবাসবে। তবে তাদের মধ্যে কেউ যদি কোন খারাপ কাজ করে, তখন তারা পরস্পর বিচ্ছিন্ন হবে। তবে খারাপ কাজ সম্পাদনকারী দোষী, একথা তিনি তিনবার বলেন।
كتاب المحبة والصحبة
باب حقوق الصحبة والمؤاخاة في الله تعالى
عن الحسن حدثني رجل من بني سليط قال أتيت النبي صلى الله عليه وسلم وهو في أزفلة (2) من الناس فسمعته يقول المسلم أخو المسلم لا يظلمه ولا يخذله التقوى ههنا قال حماد وقال بيده إلى صدره وما تواد رجلان في الله عز وجل فتفرق بينهما الا بحدث يحدثه أحدهما والمحدث شر والمحدث شر
tahqiqতাহকীক:তাহকীক চলমান