মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

ভালবাসা ও বন্ধুত্ব অধ্যায়

হাদীস নং: ২৩
ভালবাসা ও বন্ধুত্ব অধ্যায়
পরিচ্ছেদ: আল্লাহর উদ্দেশ্যে কাউকে ভালবাসা এবং আল্লাহর উদ্দ্যেশে কাউকে ঘৃণা করা ও এ বিষয়ে উৎসাহ প্রদান
২৩. আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, রূহসমূহ স্বভাবজাত ভাবে একই সংগে সন্নিবেশিত ছিল এদের মধ্যে যারা পরস্পরকে চিনে, তারা পৃথিবীতে পরস্পরে সখ্যতার বন্ধনে আবদ্ধ হয়। আর যারা সেখানে পৃথক ছিল, তারা এখানেও আলাদা থাকে।
كتاب المحبة والصحبة
باب الترغيب في الحب في الله والبغض في الله والحث على ذلك
عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال الأرواح جنود مجندة (3) فما تعارف منها ائتلف وما تناكر منها اختلف
tahqiqতাহকীক:তাহকীক চলমান