মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
ভালবাসা ও বন্ধুত্ব অধ্যায়
হাদীস নং: ২৪
ভালবাসা ও বন্ধুত্ব অধ্যায়
পরিচ্ছেদ: আল্লাহর উদ্দেশ্যে কাউকে ভালবাসা এবং আল্লাহর উদ্দ্যেশে কাউকে ঘৃণা করা ও এ বিষয়ে উৎসাহ প্রদান
২৪. আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূল (ﷺ) বলেন, যে ব্যক্তি ভালবাসে। অন্য বর্ণনাকারী হাশিম বলেন, যে ব্যক্তি ঈমানের মজা পেতে চায়, সে যেন কোন ব্যক্তিকে ভালবাসে, আর সে ভালবাসা যেন আল্লাহর জন্য হয়।
كتاب المحبة والصحبة
باب الترغيب في الحب في الله والبغض في الله والحث على ذلك
وعنه ايضا عن النبي صلى الله عليه وسلم أنه قال من أحب وقال هاشم (5) (من سره) أن يجد طعم الإيمان فليحب المرء ولا يحبه لله عز وجل