মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
ভালবাসা ও বন্ধুত্ব অধ্যায়
হাদীস নং: ২০
ভালবাসা ও বন্ধুত্ব অধ্যায়
পরিচ্ছেদ: আল্লাহর উদ্দেশ্যে কাউকে ভালবাসা এবং আল্লাহর উদ্দ্যেশে কাউকে ঘৃণা করা ও এ বিষয়ে উৎসাহ প্রদান
২০. বারা' ইবন 'আযিব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকটে বসা ছিলাম, তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, ইসলামের কোন বিধানটি সবচেয়ে আল্লাহর নিকটবর্তী করে? তারা বললো, সালাত। তিনি বললেন, ভাল। তারপর কোনটি? তারা বললো, যাকাত। তিনি বললেন, ভাল। তারপর কোনটি? তারা বললো, রমযানের রোযা। তিনি বললেন, ভাল। এরপর কোনটি? তারা বললো, হজ্জ। তিনি বললেন, ভাল। তারপর কোনটি? তারা বললো, জিহাদ। তিনি বললেন: ভাল। তারপর রাসূলুল্লাহ (ﷺ) বললেন, ঈমানের দিক থেকে সবচেয়ে নিকটবর্তী বিধান হলো, আল্লাহর উদ্দেশ্যে কাউকে ভালবাসা এবং আল্লাহর উদ্দেশ্য কাউকে ঘৃণা করা।
كتاب المحبة والصحبة
باب الترغيب في الحب في الله والبغض في الله والحث على ذلك
عن البراء بن عازب قال كنا جلوسا عن النبي صلى الله عليه وسلم فقال اي عرى (5) الاسلام أوسط؟ قالوا الصلاة قال حسنة وما هي بها قالوا الزكاة قال حسنة وما هي بها قالوا صيام رمضان قال حسن وما هو به قالوا الحج قال حسن وما هو به قالوا الجهاد قال حسنة وما هو به قال إن أوسط عرى الايمان ان تحب في الله وتبغض في الله
হাদীসের ব্যাখ্যা:
ঈমানদার ব্যক্তির আমল ও অবস্থা তখনই স্থায়ী ও প্রাণবন্ত হতে পারে যখন তার লেন-দেন, কাজকর্ম, প্রেম-ভালবাসা এবং শত্রুতা প্রবৃত্তির আহ্বানের পরিবর্তে স্রষ্টার আদেশের আনুগত্যের ভিত্তিতে হয়ে থাকে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)