মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

ভালবাসা ও বন্ধুত্ব অধ্যায়

হাদীস নং: ১৯
ভালবাসা ও বন্ধুত্ব অধ্যায়
পরিচ্ছেদ: সৎলোকদেরকে ভালবাসা, তাদের সাথে সম্পর্ক রাখা, তাদের সাথে উঠাবসা করা, তাদের যিয়ারত করা ও তাদেরকে সম্মান করা এবং কষ্ট না দেওয়া
১৯. 'আইশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহ্ তা'আলা বলেন, যে ব্যক্তি আমার কোন বন্ধুকে অসম্মান করে, (অন্য বর্ণনায় যে ব্যক্তি আমার কোন বন্ধুকে কষ্ট দেয়); সে আমার বিরুদ্ধে লড়াই করা বৈধ মনে করে। আমার বান্দা ফরয কাজ আদায়ের মাধ্যমে আমার নিকটবর্তী হতে চায় এবং সর্বদা নফল কাজের মাধ্যমে আমার নৈকট্য লাভ করতে থাকে, এভাবে এক পর্যায়ে আমি তাকে ভালবাসতে থাকি। যখন সে আমার নিকট কোন কিছু চায়, তখন আমি তাকে তা দান করি। যখন সে আমাকে ডাকে, আমি তার জবাব দেই। যখন সে আমার কোন মুমিন বান্দার সাথে কোমল আচরণ করে, তখন আমি ও তার সাথে কোমল আচরণ করি। আর আমি তার মৃত্যুর সময় কোমল আচরণ করি, কেননা সে মৃত্যুকে অপছন্দ করে এবং খারাপ কাজ অপছন্দ করে।
كتاب المحبة والصحبة
باب الترغيب في محبة الصالحين وصحبتهم والجلوس معهم وزيارتهم واكرامهم وعدم إيذائهم
عن عائشة قالت قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل من أذل لي وليا (2) (وفي رواية من آذى لي وليا) فقد استحل محاربتي وما تقرب الي عبدي بمثل أداء الفرائض وما يزال العبد يتقرب إلي بالنوافل حتى أحبه ان سألني أعطيته وان دعاني اجبته ما ترددت عن شيء أنا فاعله (3) ترددي عن وفاته لأنه يكره الموت واكره مساءته
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ১৯ | মুসলিম বাংলা