মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
ভালবাসা ও বন্ধুত্ব অধ্যায়
হাদীস নং: ১৮
ভালবাসা ও বন্ধুত্ব অধ্যায়
পরিচ্ছেদ: সৎলোকদেরকে ভালবাসা, তাদের সাথে সম্পর্ক রাখা, তাদের সাথে উঠাবসা করা, তাদের যিয়ারত করা ও তাদেরকে সম্মান করা এবং কষ্ট না দেওয়া
১৮. কায়েস ইবন সা'আদ ইবন উবাদা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট আগমন করলাম এবং তার গোসলের জন্য একটি পাত্র রাখলাম, তিনি গোসল করলেন, আর হলুদ ঘাসের রং করা একখানা চাদর তাঁকে দেওয়া হলে তিনি তা শরীরে জড়ান। বর্ণনাকরী বলেন, আমি লক্ষ্য করে দেখলাম, তার কামরায় ঘাসের রংয়ের ছাপ পড়েছিল। এরপর তাঁকে বহনের জন্য একটি গাধা নিয়ে আসা হলো, তখন গাধার মালিক বললো, এ গাধাটির আপনি একমাত্র হকদার, (অর্থাৎ আপনার সাথে এ গাধাটিতে আর কেউ চড়বে না।) তারপর বললেন, হে আল্লাহর রাসূল (ﷺ)! গাধাটি আপনার জন্য।
كتاب المحبة والصحبة
باب الترغيب في محبة الصالحين وصحبتهم والجلوس معهم وزيارتهم واكرامهم وعدم إيذائهم
عن قيس بن سعد بن عبادة قال أتانا النبي صلى الله عليه وسلم فوضعنا له غسلا فاغتسل ثم أتينا بملحقة (9) ورسية فاشتمل بها فكأني أنظر إلى أثر الورس على عكنه (10) ثم اتيناه بحمار ليركب فقال صاحب الحمار أحق بصدر حماره (11) فقال يا رسول الله فالحمار لك