মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
ভালবাসা ও বন্ধুত্ব অধ্যায়
হাদীস নং: ১৭
ভালবাসা ও বন্ধুত্ব অধ্যায়
পরিচ্ছেদ: সৎলোকদেরকে ভালবাসা, তাদের সাথে সম্পর্ক রাখা, তাদের সাথে উঠাবসা করা, তাদের যিয়ারত করা ও তাদেরকে সম্মান করা এবং কষ্ট না দেওয়া
১৭. যির ইবনে হুবাইশ (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি প্রতিনিধি হিসাবে উছমান (রা)-এর খিলাফতকালে তাঁর নিকট গমন করেছিলাম, আমার আগমনের উদ্দেশ্য ছিল উবাই ইবনে কাব ও রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথীদের সাক্ষাৎ করে তাদের নিকট থেকে বরকত হাছিল করা এরপর আমি সাফওয়ান ইবনে আসসালের সাথে সাক্ষাৎ করি এবং তাকে জিজ্ঞেস করি, আপনি কি রাসূলুল্লাহ (ﷺ) কে দেখেছেন? তিনি বলেন, হ্যাঁ, আমি তাকে দেখেছি এবং তাঁর সাথে আমি বারটি যুদ্ধে অংশগ্রহণ করি।
كتاب المحبة والصحبة
باب الترغيب في محبة الصالحين وصحبتهم والجلوس معهم وزيارتهم واكرامهم وعدم إيذائهم
عن زر بن حبيش قال وفدت في خلافة عثمان بن عفان وانما حملني على الوفادة لقي أبي بن كعب واصحاب رسول الله صلى الله عليه وسلم فلقيت صفوان بن عسال رضي الله عنه فقلت له هل رأيت رسول الله صلى الله عليه وسلم؟ قال نعم وغزوت معه اثنتي عشرة غزوة