মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
ভালবাসা ও বন্ধুত্ব অধ্যায়
হাদীস নং: ১৬
ভালবাসা ও বন্ধুত্ব অধ্যায়
পরিচ্ছেদ: সৎলোকদেরকে ভালবাসা, তাদের সাথে সম্পর্ক রাখা, তাদের সাথে উঠাবসা করা, তাদের যিয়ারত করা ও তাদেরকে সম্মান করা এবং কষ্ট না দেওয়া
১৬. আবু মূসা আশ'আরী (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, এক মুমিন অন্য মুমিনের জন্য প্রাচীরস্বরূপ। এর এক অংশ অন্য অংশকে শক্তিশালী করে, সৎ সাথীর উপমা আতর বহনকারীর ন্যায়, তুমি যদি তার আতর খরিদ করতে নাও পার, তবুও সে তার সুগন্ধি তোমার কাপড়ে লাগিয়ে দেবে। আর মন্দ সাথীর উপমা কর্মকারের মত, যার হাপরের আগুন তোমার কাপড় পুড়িয়ে দেবে। আর আমানতদার কোষাধ্যক্ষ, সে যদি তার দায়িত্ব সঠিকভাবে পালন করে, তাহলে মালের মালিক সদকা করলে যে ছাওয়াব পাব, সেও সমপরিমাণ ছাওয়াব পাবে।
আবু মুসা আশআরী (রা)-এর দ্বিতীয় বর্ণনা আবু কাবশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আবু মুসা আশআরী (রা) কে মিম্বরে দাঁড়িয়ে বলতে শুনেছি, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, সৎ সাথীর উপমা আতরের মত। তিনি সংক্ষেপে অনুরূপ হাদীস বর্ণনা করেন।
আবু মুসা আশআরী (রা)-এর দ্বিতীয় বর্ণনা আবু কাবশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আবু মুসা আশআরী (রা) কে মিম্বরে দাঁড়িয়ে বলতে শুনেছি, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, সৎ সাথীর উপমা আতরের মত। তিনি সংক্ষেপে অনুরূপ হাদীস বর্ণনা করেন।
كتاب المحبة والصحبة
باب الترغيب في محبة الصالحين وصحبتهم والجلوس معهم وزيارتهم واكرامهم وعدم إيذائهم
عن أبي موسى رواية قال المؤمن للمؤمن كالبنيان يشد بعضه بعضا ومثل الجليس الصالح مثل العطار (1) ان لم يحذك من عطره علقك من ريحه (2) ومثل الجليس السوء مثل الكير (3) ان لم يحرقك نالك من شروره والخازن الأمين (4) الذي نؤدي ما أمر به مؤتجرا أحد المتصدقين (ومن طريق ثان) (5) عن أبي كبشة قال سمعت أبا موسى الأشعري يقول على المنبر قال رسول الله صلى الله عليه وسلم مثل الجليس الصالح كمثل العطار فكر نحوه مختصرا