মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

ভালবাসা ও বন্ধুত্ব অধ্যায়

হাদীস নং: ১৫
ভালবাসা ও বন্ধুত্ব অধ্যায়
পরিচ্ছেদ: সৎলোকদেরকে ভালবাসা, তাদের সাথে সম্পর্ক রাখা, তাদের সাথে উঠাবসা করা, তাদের যিয়ারত করা ও তাদেরকে সম্মান করা এবং কষ্ট না দেওয়া
১৫. 'আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত। এক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এসে বললো, হে আল্লাহর রাসূল (ﷺ)। এক ব্যক্তি কোন সম্প্রদায়কে ভালবাসে, কিন্তু সে তাদের সমপরিমাণ আমল করতে সক্ষম হয় না, তার ব্যাপারে আপনি কি বলেন? তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, কোন ব্যক্তির হাশর হবে সে ব্যক্তির সাথে, যাকে সে পছন্দ করে।
كتاب المحبة والصحبة
باب الترغيب في محبة الصالحين وصحبتهم والجلوس معهم وزيارتهم واكرامهم وعدم إيذائهم
عن عبد الله قال اتى النبي صلى الله عليه وسلم رجل فقال يا رسول أرأيت رجلا أحب قوما ولما يلحق بهم (8) فقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ১৫ | মুসলিম বাংলা