মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
ভালবাসা ও বন্ধুত্ব অধ্যায়
হাদীস নং: ২১
ভালবাসা ও বন্ধুত্ব অধ্যায়
পরিচ্ছেদ: আল্লাহর উদ্দেশ্যে কাউকে ভালবাসা এবং আল্লাহর উদ্দ্যেশে কাউকে ঘৃণা করা ও এ বিষয়ে উৎসাহ প্রদান
২১. আবূ যার (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ (ﷺ) বের হয়ে আমাদের নিকট এসে বললেন, তোমরা কি জান, কোন আমলটি আল্লাহর নিকট সবচেয়ে প্রিয়? আমাদের মধ্যে একজন বললো, সালাত ও যাকাত। অন্য একজন বললো, জিহাদ। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল হলো, আল্লাহর উদ্দেশ্য কাউকে ভালবাসা এবং আল্লাহর উদ্দেশ্য কাউকে ঘৃণা করা।
كتاب المحبة والصحبة
باب الترغيب في الحب في الله والبغض في الله والحث على ذلك
عن أبي ذر قال خرج إلينا رسول الله صلى الله عليه وسلم فقال أتدرون أي الأعمال احب إلى الله؟ قال قائل الصلاة والزكاة وقال قائل الجهاد قال ان احب الأعمال إلى الله عز وجل الحب في الله والبغض في الله