মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
ভালবাসা ও বন্ধুত্ব অধ্যায়
হাদীস নং: ৮
ভালবাসা ও বন্ধুত্ব অধ্যায়
পরিচ্ছেদ: নেক বান্দাদেরকে আল্লাহ্ তা'আলার উদ্দেশ্যে ভালবাসা
৮. আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। তিনি রাসূল (ﷺ) কে বলতে শুনেছেন, আল্লাহ যখন কোন বান্দার প্রতি খুশী হন, তখন ফিরিস্তাগণ তার প্রশংসা করেন এবং যমীনের অধিবাসীরা তার কল্যাণের জন্য দু'আ করেন, যদিও সে পর্যাপ্ত পরিমাণ কাজ না করে। আর আল্লাহ যদি কোন বান্দার উপর অসন্তুষ্ট হন। তাহলে সাত শ্রেণীর লোক তার অকল্যাণ কামনা করে, যদিও সে পরিমাণ মত কাজ না করে।
كتاب المحبة والصحبة
باب حب الله عز وجل لعباده الصالحين
عن ابي سعيد الخدري أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول إن الله إذا رضى عن العبد أثنى عليه (2) سبعة أصناف من الخير (3) لم يعمله وإذا سخط على العبد أثني عليه سبعة أصناف من الشر لم يعمله