মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

ভালবাসা ও বন্ধুত্ব অধ্যায়

হাদীস নং:
ভালবাসা ও বন্ধুত্ব অধ্যায়
পরিচ্ছেদ: নেক বান্দাদেরকে আল্লাহ্ তা'আলার উদ্দেশ্যে ভালবাসা
৯. আবু উমামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, ভালবাসা আল্লাহর নিকট থেকে আসে। শরীক বলেন, ভালবাসা আকাশ থেকে যমীনে অবতীর্ণ হয়। আল্লাহ যদি কোন বান্দাকে ভালবাসেন, তখন জিব্রাইলকে বলেন, আমি আমার অমুক বান্দাকে ভালবাসি। এরপর জিব্রাইল ঘোষণা দিয়ে বলেন, আল্লাহ্ তা'আলা তাঁর অমুক বান্দাকে ভালবাসেন। সুতরাং তোমরা ও তাকে ভালবাস। শরীক বলেন; তিনি বলেছেন, তখন তার জন্য যমীনে ভালবাসা অবতীর্ণ হয় আর আল্লাহ্ যখন কোন বান্দার উপর রাগান্বিত হন তখন জিব্রাইলকে বলেন আমি আমার অমুক বান্দার উপর রাগান্বিত হয়েছি, সুতরাং তুমি ও তার প্রতি রাগান্বিত হও, এরপর জিব্রাইল ঘোষণা দিয়ে বলেন, তোমাদের রব তাঁর অমুক বান্দার উপর রাগান্বিত হয়েছেন, তোমরা ও তার উপর রাগান্বিত হও, শরীক বলেন, তিনি বলেছেন, এরপর যমীনের অধিবাসীরা তার উপর রাগান্বিত হতে থাকে।
كتاب المحبة والصحبة
باب حب الله عز وجل لعباده الصالحين
حدثنا أسود بن عامر ثنا شريك عن محمد بن سعد الواسطي عن أبهي طيبة عن أبي امامة قال قال رسول الله صلى الله عليه وسلم إن المقة (5) من الله قال شريك (6) هي المحبة والقيت من السماء فإذا أحب الله عبدا قال لجبريل إني أحب فلانا فينادي جبريل إن الله عز وجل يمق يعني يحب فلانا فأحبوه أرى شريكا قد قال فينزل له المحبة في الأرض (7) وإذا بغض عبدا قال لجبريل اني ابغض فلانا فأبغضه قال فينادي جبريل إن ربكم يبغض فلانا فأبغضوه قال أرى شريكا قد قال فيجرى له البغض في الأرض
tahqiqতাহকীক:তাহকীক চলমান