মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
ভালবাসা ও বন্ধুত্ব অধ্যায়
হাদীস নং: ২
ভালবাসা ও বন্ধুত্ব অধ্যায়
পরিচ্ছেদ: আল্লাহ্ ও রাসূলের (ﷺ) প্রতি ভালবাসা ওয়াজিব ও এর প্রতি উৎসাহ প্রদান
২. যুহরা ইবন মা'বাদ (রা) থেকে বর্ণিত। তিনি তার দাদা থেকে বর্ণনা করেন। তিনি বলেন, একদা আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে ছিলাম। এ সময় তিনি 'উমর (রা)-এর হাত ধরে ছিলেন তখন 'উমর (রা) বলেন, আল্লাহর শপথ! হে আল্লাহর রাসূল (ﷺ), আমার নফস ব্যতীত সকল জিনিষের চাইতে আপনি আমার নিকট বেশী প্রিয়। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তোমাদের কেউ ঈমানদার হতে পারবে না, যতক্ষণ না তার নফসের চেয়েও আমি তার কাছে বেশী প্রিয় হবো, 'উমর (রা) বললেন, আল্লাহর শপথ! এখন আপনি আমার নিকট আমার নফসের চেয়েও বেশী প্রিয়। তখন রাসূল (ﷺ) বললেন, হে 'উমর। এখন তুমি বুঝতে পেরেছ।
كتاب المحبة والصحبة
باب وجوب محبة الله ورسوله والترغيب في ذلك
عن زهرة بن معبد عن جده (2) قال كنا مع النبي صلى الله عليه وسلم وهو آخذ بيد عمر بن الخطاب فقال والله أنت يا رسول الله أحب إلي من كل شيء إلا نفسي (3) فقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون عنده أحب إليه من نفسه فقال عمر فلأنت الآن والله أحب إلي من نفسي فقال رسول الله صلى الله عليه وسلم الآن يا عمر