মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

ভালবাসা ও বন্ধুত্ব অধ্যায়

হাদীস নং:
ভালবাসা ও বন্ধুত্ব অধ্যায়
পরিচ্ছেদ: আল্লাহ্ ও রাসূলের (ﷺ) প্রতি ভালবাসা ওয়াজিব ও এর প্রতি উৎসাহ প্রদান
৩. আবদুল্লাহ ইবন ফিরোজ দায়লামী (র) থেকে বর্ণিত। তিনি তার পিতা থেকে বর্ণনা করেন। তার পিতা বলেন, তারা ইসলাম গ্রহণ করলে, তাদের সাথে এক ব্যক্তি ইসলাম গ্রহণ করেছিল। তারা একটি প্রতিনিধি দল রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট বায়য়াত করার ও তাদের ইসলাম গ্রহণের সংবাদ দিয়ে পাঠান, রাসূলুল্লাহ (ﷺ) যখন তাদেরকে সাক্ষাতের অনুমতি দিল, তখন তারা বললো, হে আল্লাহর রাসূল (ﷺ)। আপনি জানেন আমরা কারা, অর্থাৎ আমরা আমাদের গোত্রের মধ্যে থেকে কিছু সংখ্যক লোক ইসলাম গ্রহণ করেছি। আমরা কোন গোত্র থেকে এসেছি, তা আপনি জানেন। আমরা ইসলাম গ্রহণ করেছি, এখন কাফিরদের অত্যাচার থেকে আমাদেরকে রক্ষা করবে? তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, আল্লাহ্ ও তাঁর রাসূল (ﷺ) তোমাদেরকে রক্ষা করবে। তারা বললো, আমাদের জন্য এটাই যথেষ্ট এবং এতেই আমরা সন্তুষ্ট।
كتاب المحبة والصحبة
باب وجوب محبة الله ورسوله والترغيب في ذلك
عن عبد الله ابن فيروز الديلمى عن أبيه أنهم أسلموا وكان فيمن أسلم فبعثوا وفدهم غلى رسول الله صلى الله عليه وسلم ببيعتهم واسلامهم فقبل ذلك رسول الله منهم فقالوا يا رسول الله نحن من قد عرفت (6) جئنا من حيث قد علمت (7) وأسلمنا فمن ولينا؟ (8) قال الله ورسوله قالوا حسبنا (9) رضينا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৩ | মুসলিম বাংলা