মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
ভালবাসা ও বন্ধুত্ব অধ্যায়
হাদীস নং: ১
ভালবাসা ও বন্ধুত্ব অধ্যায়
ভালবাসা ও বন্ধুত্ব অধ্যায়
পরিচ্ছেদ: আল্লাহ্ ও রাসূলের (ﷺ) প্রতি ভালবাসা ওয়াজিব ও এর প্রতি উৎসাহ প্রদান
পরিচ্ছেদ: আল্লাহ্ ও রাসূলের (ﷺ) প্রতি ভালবাসা ওয়াজিব ও এর প্রতি উৎসাহ প্রদান
১. আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তোমাদের কেউ পূর্ণ ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ ও তাঁর রাসূল (ﷺ) তাঁর নিকট সবচাইতে বেশী প্রিয় হয়। আর যাকে আল্লাহ্ কুফরীর অন্ধকার থেকে মুক্তি দিয়েছেন, সে কুফরীর মধ্যে ফিরে যাওয়ার চেয়ে আগুনে নিক্ষেপ হওয়াকে অধিক প্রিয় মনে করবে। আর তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না আমি তার নিকট তার পিতা মাতা সন্তান সন্ততি ও সকল মানুষের চেয়ে অধিক প্রিয় হবো।
كتاب المحبة والصحبة
كتاب المحبة والصحبة
باب وجوب محبة الله ورسوله والترغيب في ذلك
باب وجوب محبة الله ورسوله والترغيب في ذلك
عن أنس بن مالك عن النبي صلى الله عليه وسلم أنه قال لا يؤمن أحدكم (7) حتى يكون الله ورسوله أحب إليه مما سواهما وحتى يقذف في النار أحب إليه أن يعود في الكفر بعد أن نجاه الله منه ولا يؤمن أحدكم حتى أكون أحب اليه من ولده ووالده والناس أجمعين