মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
হাদীস নং: ৫০
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
পরিচ্ছেদ। সন্তানের মৃত্যুতে ধৈর্যধারণ করার পুরস্কারের প্রতি উৎসাহ প্রদান
৫০. জাবির (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, তিনি বলেছেন, যার তিনটি সন্তান মারা যায়, সে যদি এতে সন্তুষ্ট ও ধৈর্যধারণ করে, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। তখন আমরা বললাম, হে আল্লাহর রাসূল (ﷺ)। দু'জন হলে। তিনি বললেন, হাঁ, দু'জন হলেও, মাহমুদ (একজন রাবী) বলেন, আমি যাবির (রা) কে বললাম, তোমরা দেখ, যদি একজনের কথাও বলতাম: তাহলে তিনি বলতেন, একজন হলেও তখন যাবির (রা) বললেন, আল্লাহর কসম। আমিও এ ধারণা করেছিলাম।
كتاب الصبر والترغيب فيه وما أعده الله لصاحبه من الأجر العظيم والفضل الجسيم
باب الترغيب في الصبر على موت الأولاد وثواب ذلك
عن جابر قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من مات له ثلاثة من الولد فاحتسبهم دخل الجنة قال قلنا يا رسول الله واثنان قال واثنان قال محمود (1) فقلت لجابر أراكم لو قلتم وواحد لقال وواحد قال وانا والله أظن ذلك