মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন

হাদীস নং: ৪৯
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
পরিচ্ছেদ। সন্তানের মৃত্যুতে ধৈর্যধারণ করার পুরস্কারের প্রতি উৎসাহ প্রদান
৪৯. আবূ সা'ঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। তিনি রাসূল (ﷺ) থেকে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন, সেখানে নবী করিম (ﷺ) তাদের উদ্দেশ্যে বলেন, তোমাদের মধ্যে কোন মহিলার তিনটি সন্তান মারা গেলে সেই সন্তানরা কিয়ামতের দিন তার জন্য জাহান্নামের আগুন হতে পর্দা হিসেবে গণ্য হবে। এরপর সে মহিলা বলে, এভাবে হাদীসের শেষ পর্যন্ত বর্ণিত হয়েছে।
كتاب الصبر والترغيب فيه وما أعده الله لصاحبه من الأجر العظيم والفضل الجسيم
باب الترغيب في الصبر على موت الأولاد وثواب ذلك
عن أبي سعيد الخدري عن النبي صلى الله عليه وسلم نحوه وفيه أن النبي صلى الله عليه وسلم قال لهن ما منكن امرأة يموت لها ثلاثا من الولد إلا كانوا لها حجابا من النار فقالت امرأة الخ
tahqiqতাহকীক:তাহকীক চলমান