মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
হাদীস নং: ৪৮
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
পরিচ্ছেদ। সন্তানের মৃত্যুতে ধৈর্যধারণ করার পুরস্কারের প্রতি উৎসাহ প্রদান
৪৮. আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা একদল মহিলা রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এসে বললো, হে আল্লাহর রাসুল (ﷺ)। পুরুষদের কারণে আপনার মজলিসে আমাদের উপস্থিত হওয়া সম্ভব হচ্ছে না। আপনি আমাদেরকে একদিনের ওয়াদা দিন, সেদিন আমরা আপনার নিকট আসবো। রাসূল (ﷺ) বললেন, অমুক দিন অমুকের বাড়িতে তোমাদের উপস্থিত হওয়ার দিন ধার্য করা হলো। ওয়াদা মুতাবিক তারা সেদিন সেখানে উপস্থিত হলে রাসূলুল্লাহ (ﷺ) তাদেরকে বললেন, কোন মহিলার তিনটি সন্তান মারা গেলে, সে যদি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য ধৈর্যধারণ করে, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে, মহিলা বললো, যদি দু'সন্তান হয়? তিনি বললেন, দু'সন্তান হলেও।
كتاب الصبر والترغيب فيه وما أعده الله لصاحبه من الأجر العظيم والفضل الجسيم
باب الترغيب في الصبر على موت الأولاد وثواب ذلك
وعنه أيضا قال جاء نسوة إلى رسول الله صلى الله عليه وسلم فقلن يا رسول الله ما نقدر عليك في مجلسك من الرجال فواعدنا منك يوما نأتيك فيه قال موعدكن بيت فلان وأتاهن في ذلك اليوم ولذلك الموعد قال فكان مما قال لهن يعني ما من امرأة تقدم ثلاثا من الولد تحتسبهن (11) إلا دخلت الجنة فقالت امرأة أو اثنان؟ قال أو اثنان