মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
হাদীস নং: ৪৫
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
পরিচ্ছেদ: দুনিয়াতে যাকে পরীক্ষা করা হয় না, তার দু'আ কবুল করা হয় না
৪৫. আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত। একজন মহিলা রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এসে বলে, হে আল্লাহর রাসূল (ﷺ)। আমার একটি মেয়ে আছে এমন এমন, এভাবে সে তার সৌন্দর্য ও রূপের উল্লেখ করলো। এরপর বললো, তার রূপ আপনাকে মুগ্ধ করবে, আপনি তাকে কবুল করতে পারেন, এভাবে সে তার মেয়ের প্রশংসা করেই যাচ্ছে, শেষ পর্যন্ত সে উল্লেখ করলো মেয়েটি কখনও মাথা ব্যথায় আক্রান্ত হয়নি এবং কখনও কোন কষ্ট অনুভব করেনি। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তোমার মেয়ের আমার কোন প্রয়োজন নেই।
كتاب الصبر والترغيب فيه وما أعده الله لصاحبه من الأجر العظيم والفضل الجسيم
باب عدم قبول من لم يبتل في الدنيا
عن أنس ابن مالك أن امرأة أتت النبي صلى الله عليه وسلم فقالت يا رسول الله ابنة لي كذا وكذا وذكرت من حسنها وجمالها فآثرتك بها فقال قد قبلتها فلم تزل تمدحها حتى ذكرت أنها لم تصدع (2) ولم تشتك شيئا قط قال لا حاجة لي في ابنتك