মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন

হাদীস নং: ৪৬
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
পরিচ্ছেদ। সন্তানের মৃত্যুতে ধৈর্যধারণ করার পুরস্কারের প্রতি উৎসাহ প্রদান
৪৬. আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূল (ﷺ) বলেন, আল্লাহ্ তা'আলা বলেছেন, আমার মুমিন বান্দার জন্য আমার নিকট পুরস্কার রয়েছে, তখন দুনিয়া থেকে তার প্রিয়জনকে উঠিয়ে নেওয়া হয়, এমতাবস্থায় যে সে সন্তুষ্টচিত্তে ধৈর্যধারণ করে। তার বিনিময়ে তাকে জান্নাত দেওয়া হবে।
كتاب الصبر والترغيب فيه وما أعده الله لصاحبه من الأجر العظيم والفضل الجسيم
باب الترغيب في الصبر على موت الأولاد وثواب ذلك
عن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال يقول الله عز وجل ما لعبدي المؤمن عندي جزاء إذا قبضت صفيه (5) من أهل الدنيا ثم احتسبه (6) إلا الجنة
tahqiqতাহকীক:তাহকীক চলমান