মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
হাদীস নং: ৪৪
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
পরিচ্ছেদ: দুনিয়াতে যাকে পরীক্ষা করা হয় না, তার দু'আ কবুল করা হয় না
৪৪. আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, জনৈক বেদুঈন রাসূলের (ﷺ) পাশ দিয়ে অতিক্রম করেছিল। তার স্বাস্থ্য ও চামড়া তাঁকে বিস্মিত করেছিল। বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তখন তাকে ডেকে বলেন, তুমি কি উম্মে মালদামকে অনুভব করতে পেরেছ? সে বললো, 'উম্মে মালদাম' আবার কোন্ জিনিস? তিনি বললেন, জ্বর। সে বললো, জ্বর কি জিনিস? তিনি বললেন, জ্বর হলো চামড়া ও হাঁড়ের মধ্যখান উত্তাপ হওয়া, সে বললো, তার সাথে আমার চুক্তি হয়নি। অন্য বর্ণনায়, সে বললো, আমি কখনও এ ধরনের ব্যথা অনুভব করিনি। তারপর বললেন, তুমি কি মাথা ব্যথা অনুভব করতে পেরেছ? সে বললো, মাথা ব্যথা আবার কি? রাসূলুল্লাহ (ﷺ) বললেন, মাথা ও কানের মধ্যবর্তীস্থানে ব্যথা অনুভব করা। সে বললো, এমন কিছু আমার কোন দিন ঘটেনি। (অন্য বর্ণনায়: আমি কখনও এ ধরনের ব্যথা অনুভব করিনি) বর্ণনাকারী বলেন, অবশেষে সে (বেদুঈন) দাঁড়িয়ে ছিল, অথবা ফিরে যাচ্ছিল, তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, যে ব্যক্তি জাহান্নামের কোন অধিবাসীকে দেখে খুশী হতে চায়, সে যেন এ ব্যক্তির দিকে তাকায়। (অন্য শব্দে যে ব্যক্তি জাহান্নামের কোন ব্যক্তিকে দেখতে ভালবাসে, সে যেন এ ব্যক্তির দিকে তাকায়।)
كتاب الصبر والترغيب فيه وما أعده الله لصاحبه من الأجر العظيم والفضل الجسيم
باب عدم قبول من لم يبتل في الدنيا
عن أبي هريرة قال مر برسول الله صلى الله عليه وسلم اعرابي اعجبه صحته وجلده قال فدعاه رسول الله صلى الله عليه وسلم فقال متى احسست أم ملدم قال؟ قال وأي شيء أم ملدم؟ قال الحمى قال وأي شيء الحمى؟ قال سخنه تكون تكون بين الجلد والعظام قال ما بذلك لي عهد (وفي رواية قال ما وجدت هذا قط) قال فمتى احسست بالصداع؟ قال وأي شيء الصداع؟ قال ضربان يكون في الصدغين والرأس قال مالي بذلك عهد (وفي رواية قال ما وجدت هذا قط) قال فلما قفا أو ولى الأعرابي قال من سره أن ينظر إلى رجل من أهل النار فلينظر إليه (وفي لفظ من أحب أن ينظر إلى رجل من أهل النار فلينظر إلى هذا)