মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
হাদীস নং: ৩৯
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
পরিচ্ছেদ: দু'চোখ হারানোর উপর ধৈর্য ধারণ ও তার পুরস্কারের প্রতি উৎসাহ প্রদান
৩৯. আবু হুরায়রা (রা) সূত্রে মারফু হিসেবে নবী করীম (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, মহান আল্লাহ্ বলেছেন, আমি যার দু'টি চোখ ছিনিয়ে নিয়েছি, আর সে এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে বলে মনে করে, ধৈর্যধারণ করে এবং ছাওয়াবের আশা করে, আমি তাকে জান্নাত ছাড়া অন্য কিছু দিয়ে সন্তুষ্ট হবো না।
كتاب الصبر والترغيب فيه وما أعده الله لصاحبه من الأجر العظيم والفضل الجسيم
باب الترغيب في الصبر على فقد للعينين وثواب ذلك
عن أبي هريرة رفعه إلى النبي صلى الله عليه وسلم قال يقول الله عز وجل من أذهبت عينيه فصبر واحتسب لم أرض له بثواب دون الجنة