মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন

হাদীস নং: ৪০
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
পরিচ্ছেদ: রোগের কারণে যে ব্যক্তি উত্তম আমল থেকে বঞ্চিত হয়, তার আমলের পুরস্কার লেখা হবে
৪০. 'আবদুল্লাহ ইবন 'আমর (রা) থেকে বর্ণিত। নবী করিম (ﷺ) বলেন, মানুষের মধ্যে যখন কেউ রোগে বা বিপদে আক্রান্ত হয়, তখন আল্লাহ তা'আলা তাঁর সংরক্ষণকারী ফেরেশতাকে বলেন, আমার বান্দার রাতদিনের ভাল আমল এবং রোগের কারণে সে যা করতে পারেনি, সবকিছু লিখে রাখ।
كتاب الصبر والترغيب فيه وما أعده الله لصاحبه من الأجر العظيم والفضل الجسيم
باب من حبسه المرض عن عمل الخير يكتب له ثواب العامل
عن عبد الله بن عمرو عن النبي صلى الله عليه وسلم قال ما أحد من الناس يصاب ببلاء في جسده إلا أمر الله عز وجل الملائكة الذين يحفظونه فقال اكتبوا لعبدي كل يوم وليلة ما كان يعمل من خير ما كان في وثاقي
tahqiqতাহকীক:তাহকীক চলমান