মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন

হাদীস নং: ৩৮
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
পরিচ্ছেদ: দু'চোখ হারানোর উপর ধৈর্য ধারণ ও তার পুরস্কারের প্রতি উৎসাহ প্রদান
৩৮. 'আইশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহর নিকট এটা গ্রহণযোগ্য নয় যে, কোন মুসলমানের দুটি অঙ্গ নিয়ে নিবেন, তারপরও সে জাহান্নামে প্রবেশ করবে। ইউনুস (রা) বলেন, সেটা হলো- দুচোখ।
كتاب الصبر والترغيب فيه وما أعده الله لصاحبه من الأجر العظيم والفضل الجسيم
باب الترغيب في الصبر على فقد للعينين وثواب ذلك
عن عائشة بنت قدامة قالت قال رسول الله صلى الله عليه وسلم عزيز على الله عز وجل (9) ان يأخذ كريمتي مسلم ثم يدخله النار قال يونس (10) يعني عينيه
tahqiqতাহকীক:তাহকীক চলমান