মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
হাদীস নং: ৩৭
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
পরিচ্ছেদ: দু'চোখ হারানোর উপর ধৈর্য ধারণ ও তার পুরস্কারের প্রতি উৎসাহ প্রদান
৩৭. আবু উমামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল (ﷺ) বলেছেন, আল্লাহ বলেন, হে বনি আদম! আমি যখন কোন বান্দার দৃষ্টিশক্তি ছিনিয়ে নেই, তাতে প্রথম মছিবতের সময় সে ধৈর্যধারণ ও সন্তুষ্ট থাকে, এর বিনিময়ে আমি তাকে জান্নাত ছাড়া অন্য কিছু দিয়ে সন্তুষ্ট হবো না।
كتاب الصبر والترغيب فيه وما أعده الله لصاحبه من الأجر العظيم والفضل الجسيم
باب الترغيب في الصبر على فقد للعينين وثواب ذلك
عن أبي أمامة قال قال رسول الله صلى الله عليه وسلم ياابن آدم إذا أخذت كريمتيك فصبرت واحتسبت عند الصدمة الأولى (7) لم أرض لك بثواب دون الجنة