মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
হাদীস নং: ৩৬
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
পরিচ্ছেদ: দু'চোখ হারানোর উপর ধৈর্য ধারণ ও তার পুরস্কারের প্রতি উৎসাহ প্রদান
৩৬. আনাস ইবনে মালিক (রা) থেকে বর্ণিত। তিনি নবী করিম (ﷺ) থেকে বর্ণনা করেন। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, আল্লাহ্ তা'আলা বলেছেন, আমি যার দুটি চোখ ছিনিয়ে নিয়েছি, সে যদি তাতে সবর করে ও সন্তুষ্ট থাকে তবে তার পরিবর্তে সে জান্নাতে পুরষ্কার পাবে।
(বুখারী, তিরমিযি)
(বুখারী, তিরমিযি)
كتاب الصبر والترغيب فيه وما أعده الله لصاحبه من الأجر العظيم والفضل الجسيم
باب الترغيب في الصبر على فقد للعينين وثواب ذلك
عن أنس بن مالك عن النبي صلى الله عليه وسلم قال قال ربكم عز وجل من اذهبت كريمتيه (3) ثم صبر واحتسب (4) كان ثوابه الجنة