মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
হাদীস নং: ৩৫
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
পরিচ্ছেদ: দু'চোখ হারানোর উপর ধৈর্য ধারণ ও তার পুরস্কারের প্রতি উৎসাহ প্রদান
৩৫. আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে যায়েদ ইবনে আরকাম (রা)-এর সেবা করার জন্য প্রবেশ করলাম। তিনি তখন চোখের রোগে আক্রান্ত হয়েছিলেন। রাসূলুল্লাহ (ﷺ) যায়েদকে বললেন, যদি তোমার চোখ নষ্ট হতো.....অনুরূপ হাদীস উল্লেখ করলেন।
كتاب الصبر والترغيب فيه وما أعده الله لصاحبه من الأجر العظيم والفضل الجسيم
باب الترغيب في الصبر على فقد للعينين وثواب ذلك
عن أنس بن مالك قال دخلت مع النبي صلى الله عليه وسلم تعود زيد ابن أرقم وهو يشتكي عينيه فقال له يا زيد لو كان بصرك لما به فذكر مثله