মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন

হাদীস নং: ৩৪
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
পরিচ্ছেদ: দু'চোখ হারানোর উপর ধৈর্য ধারণ ও তার পুরস্কারের প্রতি উৎসাহ প্রদান
৩৪. যায়েদ ইবন আরকাম (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি চক্ষু প্রদাহে আক্রান্ত হয়েছিলাম। তখন নবী করিম (ﷺ) আমার চিকিৎসা করেন। তিনি বলেন, আমি যখন রোগ থেকে নিষ্কৃতি পেয়ে বের হয়ে যাচ্ছিলাম, তখন রাসূলুল্লাহ (ﷺ) আমাকে বললেন, তুমি যদি তোমার চোখ দুটি হারিয়ে ফেলতে তবে তুমি কি তা সৃষ্টি করতে পারতে? তখন আমি বললাম, যদি আমার চোখ দুটি হারিয়ে যেতো (বা নষ্ট হয়ে যেতো), তাহলে আমি ধৈর্যধারণ করতাম এবং ছওয়াবের আশা করতাম। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, যদি তোমার চোখ দুটি নষ্ট হয়ে যেতো, আর তুমি যদি ছওয়ারের আশায় সবর করতে, তাহলে আল্লাহর সাথে সাক্ষাৎ কালে (অর্থাৎ কিয়ামতের দিন) তোমার কোন গুনাহ থাকতো না। ইসমাঈল (রা) বলেন, আর তুমি ছওয়াবের আশায় সবর করলে অবশ্যই আল্লাহ্ তোমার জন্য জান্নাত ওয়াজিব করতেন।
كتاب الصبر والترغيب فيه وما أعده الله لصاحبه من الأجر العظيم والفضل الجسيم
باب الترغيب في الصبر على فقد للعينين وثواب ذلك
عن زيد بن أرقم قال أصابني رمد فعادني النبي صلى الله عليه وسمل قال فلما برأت خرجت قال فقال رسول الله صلى الله عليه وسلم أرأيت لو كانت عيناك لما بهما (7) ما كنت صانعا؟ قال قلت لو كانتا عيناي لما بهما صبرت واحتسبت قال لو كانت عيناك لما بهما ثم صبرت واحتسبت للقيت الله عز وجل ولا ذنب لك قال اسماعيل (8) ثم صبرت واحتسبت إلا أوجب الله تعالى لك الجنة
tahqiqতাহকীক:তাহকীক চলমান