মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
হাদীস নং: ৩৩
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
পরিচ্ছেদ: মৃগী রোগের উপর ধৈর্যধারণ ও এর পুরস্কারের প্রতি উৎসাহ প্রদান
৩৩. 'আতা ইবন আবু রাবাহ (র) থেকে বর্ণিত। তিনি বলেছেন, একদা ইবন 'আব্বাস (রা) আমাকে বলেন, আমি কি তোমাকে একজন বেহশতী মহিলা দেখাবো? আমি জবাব দিলাম, হ্যাঁ, নিশ্চয়ই। তিনি বললেন, সে হলো- এ কৃষ্ণকায় মহিলাটি। সে নবী (ﷺ)-এর নিকট এসে বললো, এসে বললো, আমি মৃগী রোগে আক্রান্ত হয়ে থাকি। তাতে আমার সতর খুলে যায়। আপনি আমার জন্য আল্লাহর নিকট দু'আ করুন। তখন নবী (ﷺ) বললেন, তুমি যদি সবর করতে চাও, তবে এর বিনিময়ে তোমার জন্য বেহেশত রয়েছে। আর তুমি চাইলে আমি তোমার জন্য দু'আ করতে পারি, যাতে আল্লাহ তোমার এ রোগ নিরাময় করে দেন। তখন মহিলা বললো, আমি সবর করবো। তারপরও আপনি আল্লাহর নিকট দু'আ করুন, যাতে আমার সতর খুলে না যায়। তখন নবী করিম (ﷺ) তার জন্য দু'আ করেন।
كتاب الصبر والترغيب فيه وما أعده الله لصاحبه من الأجر العظيم والفضل الجسيم
باب الترغيب في الصبر على مرض الصرع وثواب ذلك
عن عطاء بن أبي رباح قال قال لي ابن عباس ألا أريك امرأة من أهل الجنة؟ قال قلت بلى قال هذه السوداء أتت النبي صلى الله عليه وسلم فقالت إني أصرع واتكشف فادع الله لي قال إن شئت صبرت ولك الجنة وان شئت دعوت الله لك ان يعافيك قالت بل اصبر فادع الله أن لا انكشف أو لا ينكشف عني قال فدعا لها