মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
হাদীস নং: ৩২
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
পরিচ্ছেদ: মৃগী রোগের উপর ধৈর্যধারণ ও এর পুরস্কারের প্রতি উৎসাহ প্রদান
৩২. আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। একদা জনৈকা মহিলা রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট আগমন করে, তার মধ্যে পাগলের লক্ষণ ছিল। অতঃপর সে বললো, হে আল্লাহর রাসূল (ﷺ)। আল্লাহর নিকট আমার রোগ মুক্তির দোয়া করুন। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তুমি যদি চাও, আমি আল্লাহর নিকট তোমার রোগ মুক্তির জন্য দু'আ করবো। আর যদি তুমি চাও, তাহলে ধৈর্যধারণ করব। তাহলে তোমার হিসাব গ্রহণ করা হবে না। সে বললো, তাহলে আমি সবর করবো, যাতে আমার হিসাব নেওয়া না হয়।
كتاب الصبر والترغيب فيه وما أعده الله لصاحبه من الأجر العظيم والفضل الجسيم
باب الترغيب في الصبر على مرض الصرع وثواب ذلك
عن أبي هريرة قال جاءت امرأة إلى النبي صلى الله عليه وسلم بها لمم (4) فقالت يا رسول الله ادع الله أن يشفيني قال إن شئت دعوت الله أن يشفيك وان شئت فاصبري ولا حساب عليك؟ قالت بل أصبر ولا حساب علي