মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন

হাদীস নং: ৩১
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
পরিচ্ছেদ: জ্বর ও মাথা ব্যথার সময় ধৈর্যধারণের প্রতি উৎসাহ প্রদান
৩১. জাবির ইবন 'আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, 'হুম্মা' (জ্বর) রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট প্রবেশের অনুমতি চাইল। রাসূল (ﷺ) বললেন, সে কে? বললেন, 'উম্মে মালদাম (এটা জ্বরের নাম।) বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তাকে কোবাবাসীদের নিকট যাওয়ার নির্দেশ দিলেন। তারপর কোবাবাসীরা এমনভাবে জ্বরে আক্রান্ত হলো, যা শুধু আল্লাহই অবগত। এরপর কোবাবাসীরা এসে তাদের কষ্টের কথা রাসূল (ﷺ) কে বললো। তখন রাসূল (ﷺ) বললেন, তোমরা কি চাও? তোমরা যদি চাও আল্লাহ্ তোমাদের কষ্ট দুর করে দেন, তাহলে আমি আল্লাহর নিকট তোমাদের জন্য দু'আ করব। তারা বলল, হে আল্লাহর রাসূল (ﷺ)। আপনি এ কাজ করবেন? তিনি বললেন, হ্যাঁ। তারা বললো, তাহলে আমাদেরকে জ্বর অবস্থায় ছেড়ে দিন।
كتاب الصبر والترغيب فيه وما أعده الله لصاحبه من الأجر العظيم والفضل الجسيم
باب الترغيب في الصبرعلى مرض الحمى والصداع
عن جابر بن عبد الله قال استأذنت الحمى على النبي صلى الله عليه وسلم فقال من هذه؟ فقالت أم ملدم قال فأمر بها إلى أهل قباء فلقوا منها ما يعلم الله فأتوه فشكوا ذلك إليه فقال ما شئتم إن شئتم أن ادعو الله لكم فيكشفها عنكم وان شئتم ان تكون لكم طهورا قالوا يا رسول الله أو تفعل؟ قال نعم قالوا فدعها
tahqiqতাহকীক:তাহকীক চলমান