মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন

হাদীস নং: ৩০
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
পরিচ্ছেদ: জ্বর ও মাথা ব্যথার সময় ধৈর্যধারণের প্রতি উৎসাহ প্রদান
৩০. আবু সালিহ আল-আশায়ারী (রা) থেকে বর্ণিত। আবু হুরায়রা (রা) রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (ﷺ) একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে যান, তখন তাঁর সাথে আবু হুরায়রা (রা)ও ছিলেন। সে ব্যক্তি জ্বরে আক্রান্ত হয়েছিল। তখন রাসূলুল্লাহ (ﷺ) তাকে বললেন, আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি যে, আল্লাহ তা'আলা বলেন, আমি আমার আগুনকে দুনিয়াতে আমার মুমিন বান্দার উপর চাপিয়ে দেই, যাতে এটা তার জন্য পরকালের অংশ হয়ে যায়। অর্থাৎ সে গুনাহ থেকে পবিত্র হয়।
كتاب الصبر والترغيب فيه وما أعده الله لصاحبه من الأجر العظيم والفضل الجسيم
باب الترغيب في الصبرعلى مرض الحمى والصداع
عن أبي صالح الأشعري عن أبي هريرة عن رسول الله صلى الله عليه وسلم أنه عاد مريضا ومعه أبو هريرة من وعك (أي حمى) كان به فقال له رسول الله صلى الله عليه وسلم ابشر أن الله عز وجل يقول ناري أسلطها على عبدي المؤمن في الدنيا لتكون حظه من النار في الآخرة
tahqiqতাহকীক:তাহকীক চলমান