মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
হাদীস নং: ২৯
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
পরিচ্ছেদ: জ্বর ও মাথা ব্যথার সময় ধৈর্যধারণের প্রতি উৎসাহ প্রদান
২৯. আবু উমামা (রা) থেকে বর্ণিত। নবী করিম (ﷺ) বলেন, জ্বর হলো জাহান্নামের কামারের হাপর। যে মুমিন জ্বরে আক্রান্ত হয়, সে জাহান্নামের একটি অংশে আক্রান্ত হয়। (অর্থাৎ সে গুনাহ থেকে পবিত্র হয় এবং জাহান্নামের আগুনের কথা স্মরণ করে তওবা করার সুযোগ পায়।)
كتاب الصبر والترغيب فيه وما أعده الله لصاحبه من الأجر العظيم والفضل الجسيم
باب الترغيب في الصبرعلى مرض الحمى والصداع
عن أبي أمامة عن النبي صلى الله عليه وسلم قال الحمى من كير جهنم فما أصاب المؤمن منها كان حظه من النار