মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন

হাদীস নং: ২৮
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
পরিচ্ছেদ: জ্বর ও মাথা ব্যথার সময় ধৈর্যধারণের প্রতি উৎসাহ প্রদান
২৮. সাহল ইবন মু'য়ায (রা) তার পিতা থেকে বর্ণনা করেন। আবু দারদা (রা) থেকে বর্ণিত, মু'য়ায ইবনে আনাস আবু দারদার অসুস্থতার কথা শুনে তার সেবা যত্নের জন্য আসেন। তখন আবু দারদা (রা) কে সালাম দিয়ে বললেন, আমি সুস্থতা চাই অসুস্থতা নয়। একথা তিনি তিনবার বললেন। তারপর বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি। মুসলমান কোন ব্যক্তির জ্বর মাথা ব্যথাতে আক্রান্ত হলে ওহোদ পাহাড় পরিমাণ গুনাহ, এমনকি শস্য পরিমাণ গুনাহ থাকলেও আল্লাহ তা মাফ করে দেন।
كتاب الصبر والترغيب فيه وما أعده الله لصاحبه من الأجر العظيم والفضل الجسيم
باب الترغيب في الصبرعلى مرض الحمى والصداع
عن سهل بن معاذ عن أبيه عن ابي الدرداء أنه أتاه عائدا (5) فقال أبو الدرداء لأبي بعد أن سلم عليه بالصحة لا بالوجع ثلاث مرات يقول ذلك (6) ثم قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما يزال المرء المسلم به المليلة (7) والصداع وأن عليه من الخطايا لأعظم من أحد (8) حتى يتركه وما عليه من الخطايا مثقال حبة من خردل
tahqiqতাহকীক:তাহকীক চলমান