মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন

হাদীস নং: ২৭
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
নির্দিষ্ট রোগের উপর ধৈর্য অবলম্বনের প্রতি উৎসাহ প্রদান সংক্রান্ত

পরিচ্ছেদ: জ্বর ও মাথা ব্যথার সময় ধৈর্যধারণের প্রতি উৎসাহ প্রদান
২৭. উবাই ইবন কা'ব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এসে বললো, আপনার উম্মে মালদাম কখন শুরু হয়েছে? (উম্মে মালদাম হলো- জ্বরের কুনিয়াত) আর জ্বর হলো গোস্ত ও চামড়ার মধ্যখানের উষ্ণতা। লোকটি বললো, এ ধরনের জ্বর আমাকে কখনও আক্রান্ত করেনি।
তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, মু'মিনের উদাহরণ হলো, যেন শস্যক্ষেতের কোমল চারাগাছ কখনও লাল, আবার কখনও হলুদ হয়, অর্থাৎ মু'মিন এক অবস্থায় থাকে না, বরং একবার রোগাক্রান্ত হয়, আবার সুস্থ হয়।
كتاب الصبر والترغيب فيه وما أعده الله لصاحبه من الأجر العظيم والفضل الجسيم
أبواب الترغيب في الصبر على أمراض معينة

باب الترغيب في الصبرعلى مرض الحمى والصداع
عن أبي بن كعب أنه دخل رجل على النبي صلى الله عليه وسلم فقال متى عهدك بأم ملدم (1) وهو حر بين الجلد واللحم؟ قال ان ذلك لوجع ما أصابني قط قال رسول الله صلى الله عليه وسلم مثل المؤمن مثل الخامة (2) تحمر مرة وتصفر أخرى
tahqiqতাহকীক:তাহকীক চলমান