মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
হাদীস নং: ২৪
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
পরিচ্ছেদ। সাধারণভাবে মানুষের শরীরের যে কোন অংগে রোগের সময় ধৈর্য অবলম্বন করার প্রতি উৎসাহ প্রদান ও তার মর্যাদা
২৪. 'আইশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর চেয়ে রোগ যাতনা বেশী ভোগ করতে আর কাউকে দেখিনি।
كتاب الصبر والترغيب فيه وما أعده الله لصاحبه من الأجر العظيم والفضل الجسيم
باب الترغيب في الصبر على المرض مطلقا في أي عضو وكان من الانسان وفضله
عن عائشة رضي الله عنها قالت ما رأيت الوجع على أحد أشد منه على رسول الله صلى الله عليه وسلم