মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
হাদীস নং: ২৩
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
পরিচ্ছেদ। সাধারণভাবে মানুষের শরীরের যে কোন অংগে রোগের সময় ধৈর্য অবলম্বন করার প্রতি উৎসাহ প্রদান ও তার মর্যাদা
২৩. আবুল আশ'আছ আস-সানায়ী (রা) থেকে বর্ণিত। তিনি খুব সকালে দামিশকের মসজিদে গমন করেন এবং সেখানে তার সাথে সাদ্দাদ ইবনে আউস ও সানাবেহীর সাথে তার সাক্ষাৎ হয়। তখন আমি বললাম, আপনারা কোথায় যাওয়ার ইচ্ছে করেছেন? আল্লাহ্ আপনাদের উপর রহম করুন। তারা বললেন, এখানে আমাদের একজন ভাই অসুস্থ, তার সেবা করার জন্য যাচ্ছি। আমি তাদের দু'জনের সাথে চললাম এবং শেষ পর্যন্ত তারা দুজন সে ব্যক্তির নিকট পৌছলো, তারা তাকে বলল, আপিন কেমন আছেন? তিনি বললেন, আল্লাহর অনুগ্রহে ভাল আছি, তখন সাদ্দাদ তাকে বললেন, এর বিনিময়ে তোমাকে গুনাহের কাফফারা ও পাপসমূহের মাফের সুসংবাদ দিচ্ছি। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, আল্লাহ্ তা'আলা বলেন, আমার কোন মুমিন বান্দাকে যখন পরীক্ষা করা হয়, আর সে যদি তখন ধৈর্য অবলম্বনের সাথে আমার প্রশংসা করে, তাহলে সে তার শয্যা থেকে এমনভাবে উঠবে, যেভাবে মায়ের গর্ত থেকে সন্তান ভূমিষ্ট হলে তার কোন গুনাহ থাকে না, (অর্থাৎ রোগের কারণে তার সমস্ত গুনাহ মাফ করে দেয়া হবে।) আল্লাহ বলেন, আমি আমার বান্দাকে আটকে রেখেছি এবং তাকে পরীক্ষায় ফেলেছি (অর্থাৎ রোগের কারণে সে আমল থেকে বিরত ছিল), সুতরাং তোমরা তার পুরস্কার লিখ, যেভাবে পূর্বে তোমরা সুস্থ অবস্থায় তার পুরস্কার লিখতে।
كتاب الصبر والترغيب فيه وما أعده الله لصاحبه من الأجر العظيم والفضل الجسيم
باب الترغيب في الصبر على المرض مطلقا في أي عضو وكان من الانسان وفضله
عن أبي الأشعث الصنعاني أنه راح إلى مسجد دمشق وهجر (7) بالرواح فلقى شداد بن أوس رضي الله عنه والصنابحى معه فقلت أين تريدان يرحكما الله؟ قالا نريد هاهنا إلى أخ لنا مريض نعوده فانطلقت معهما حتى دخلا على ذلك الرجل فقالا له كيف اصبحت؟ قال اصبحت بنعمة فقال له شداد أبشر بكفارات السيئات وحط الخطايا فإني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن الله عز وجل يقول إذا ابتليت عبدا من عبادي مؤمنا فحمدني على ما ابتليته (8) فإنه يقوم من مضجعه كيوم ولدته أمه من الخطايا (9) ويقول الرب عز وجل أنا قيدت عبدي وابتليته (10) وأجروا له كما كنتم تجرون له وهو صحيح