মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
হাদীস নং: ২৫
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
পরিচ্ছেদ। সাধারণভাবে মানুষের শরীরের যে কোন অংগে রোগের সময় ধৈর্য অবলম্বন করার প্রতি উৎসাহ প্রদান ও তার মর্যাদা
২৫. মুহাম্মদ ইবন খালিদ (র) থেকে বর্ণিত। তিনি তার পিতা, তার পিতা তার দাদা থেকে বর্ণনা করেন, তার দাদার একজন বন্ধু ছিল। সে তার এক ভাইয়ের সাথে দেখা করার জন্য বের হলো। পথিমধ্যে কে তার কষ্টের কথা শুনতে পেল। এরপর সে তার নিকট প্রবেশ করে বললো, আমি তোমার যিয়ারত, সেবা ও সুসংবাদ দেওয়ার জন্য এসেছি। সে বললো, তুমি একসাথে তিনটি কাজের চিন্তা কিভাবে করলে? সে উত্তর দিল, আমি তোমার যিয়ারতের উদ্দ্যেশে বের হয়েছিলাম। পথিমধ্যে তোমার কষ্টের কথা শুনে তোমার সেবা করার এবং তোমাকে একটি সুসংবাদ দেওয়ার চিন্তা করলাম, যা আমি রাসূলুল্লাহ (ﷺ) থেকে শুনেছি। তিনি বলেন, আল্লাহ্ যদি কোন ব্যক্তিকে কিয়ামতের দিন উচ্চ মর্যাদা দিতে চান, আর সেটা যদি তার আমলের স্বল্পতার কারণে পূর্ণ না হয়, তাহলে আল্লাহ্ শারীরিক অথবা
ধন-সম্পদ অথবা সন্তান-সন্ততির বিপদ দিয়ে তাকে পরীক্ষা করেন, অবশেষে সে যদি বিপদে ধৈর্যধারণ করে, তাহলে আল্লাহ্ তাকে পূর্বের মর্যাদা ফিরিয়ে দেন।
ধন-সম্পদ অথবা সন্তান-সন্ততির বিপদ দিয়ে তাকে পরীক্ষা করেন, অবশেষে সে যদি বিপদে ধৈর্যধারণ করে, তাহলে আল্লাহ্ তাকে পূর্বের মর্যাদা ফিরিয়ে দেন।
كتاب الصبر والترغيب فيه وما أعده الله لصاحبه من الأجر العظيم والفضل الجسيم
باب الترغيب في الصبر على المرض مطلقا في أي عضو وكان من الانسان وفضله
عن محمد بن خالد عن أبيه عن جده وكان لجده صحبة أنه خرج زائرا لرجل من أخوانه (2) فبلغه بشكائه قال فدخل عليه فقال أتيتك زائرا عائدا (3) ومبشرا قال كيف جمعت هذا كله؟ قال خرجت وأنا أريد زيارتك فبلغني شكاتك فكانت عيادة وابشرك بشيء سمعته من رسول الله صلى الله عليه وسلم قال إذا سبقت للعبد من الله منزلة لم يبلغها بعمله (4) ابتلاه الله في جسده أو في ماله أو في ولده ثم صبره (5) حتى يبلغه المنزلة التي سبقت له منه