মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন

হাদীস নং: ২০
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
পরিচ্ছেদ। সাধারণভাবে মানুষের শরীরের যে কোন অংগে রোগের সময় ধৈর্য অবলম্বন করার প্রতি উৎসাহ প্রদান ও তার মর্যাদা
২০. 'আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে গেলাম। তখন তিনি জ্বরাক্রান্ত ছিলেন। আমি তাকে স্পর্শ করে বললাম, হে আল্লাহর রাসূল (ﷺ)! আপনি তো ভীষণভাবে জ্বরাক্রান্ত। তখন তিনি বললেন, হ্যাঁ, আমি এখন জ্বরাক্রান্ত হয়েছি, যা তোমাদের দু'জনের হয়ে থাকে। আমি বললাম, এ কারণেই আপনার জন্য দ্বিগুণ পুরস্কার। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, আল্লাহর শপথ। যার হাতে আমার প্রাণ, যমীনে কোন মুসলমান ব্যক্তির জ্বর কিংবা অন্য কোন কারণে বিপদ আপতিত হলে, তার বিনিময়ে আল্লাহ্ তা'আলা এমনভাবে তার গুনাহ মাফ করে দেন, যেভাবে বৃক্ষাদি পাতা ঝরায়।
كتاب الصبر والترغيب فيه وما أعده الله لصاحبه من الأجر العظيم والفضل الجسيم
باب الترغيب في الصبر على المرض مطلقا في أي عضو وكان من الانسان وفضله
عن عبد الله قال دخلت على النبي صلى الله عليه وسلم وهو يوعك فمسسته فقلت يا رسول الله انك لتوعك (17) وعكا شديدا قال أجل اني أوعك كما يوعك رجلان منكم قلت ان لك اجرين؟ قال نعم والذي نفسي بيدهما على الأرض مسلم يصيبه أذى من مرض فما سواه الا حط الله عنه به خطاياه كما تحط الشجر ورقها
tahqiqতাহকীক:তাহকীক চলমান