মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন

হাদীস নং: ২১
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
পরিচ্ছেদ। সাধারণভাবে মানুষের শরীরের যে কোন অংগে রোগের সময় ধৈর্য অবলম্বন করার প্রতি উৎসাহ প্রদান ও তার মর্যাদা
২১. খালিদ ইবনে 'আবদুল্লাহ (র) থেকে বর্ণিত। তিনি তার দাদা আসাদ ইবনে কুরযকে বলতে শুনেছেন, তিনি নবী করিম (ﷺ) কে বলতে শুনেছেন, অসুস্থ ব্যক্তির গুনাহসমূহ এমনভাবে মাফ করে দেয়া হয়, যেভাবে বৃক্ষাদির পাতা ঝরে যায়।
كتاب الصبر والترغيب فيه وما أعده الله لصاحبه من الأجر العظيم والفضل الجسيم
باب الترغيب في الصبر على المرض مطلقا في أي عضو وكان من الانسان وفضله
عن خالد بن عبد الله من جده أسد بن كرز سمع النبي صلى الله عليه وسلم يقول المريض تحات (2) خطاياه كما يحات ورق الشجر
tahqiqতাহকীক:তাহকীক চলমান